পাচক [ pācaka ] বিণ. 1 পরিপাক করায় এমন, হজমি (পাচকরস); 2 রন্ধনকারী (পাচক ঠাকুর)।
☐ বি. রাঁধুনি, সূপকার।
[সং. √ পচ্ + ণিচ্ + অক]।
পাচিকা বি. বিণ. (স্ত্রী.) রাঁধুনি স্ত্রীলোক।
পাচকরস বি. পাকস্হলীর রসবিশেষ যা ভুক্ত দ্রব্য হজম করায়, gastric juice (বি.প.)।
Leave a Reply