পাখি [ pākhi ] বি. 1 পক্ষী, দুই ডানা ও দুই পা-যুক্ত (এবং সাধারণত) আকাশে ওড়ার ক্ষমতাযুক্ত ডিম প্রসবকারী প্রাণী; 2 খড়খড়ির তক্তা;3 চাকা বা চরকার মধ্যবর্তী কাঠের দণ্ড; 4 মইয়ের ধাপ।
[সং. পক্ষিন্]।
পাখি দেখা বি. পাখি চেনার জন্য নানা জাতের পাখি দেখার নেশা,bird watching.
পাখি পড়ানো ক্রি. বি. 1 অর্থ না বুঝিয়ে পাখির মতো মুখস্হ করানো; 2 মুখস্হ করাবার জন্য বারবার বলা।
পাখির প্রাণ পাখির মতো ক্ষীণ প্রাণ।
Leave a Reply