পাকানো1 [ pākānō1 ] ক্রি. বি. 1 অভিজ্ঞ বা ঝানু করা, পরিণত করা, পক্ব করা; 2 সময়ের আগে ঝানু করা (তোমরাই ছেলেটাকে পাকিয়েছ)।
☐ বিণ. উক্ত অর্থে।
[বাং. পাকা1, 2 + আনো]।
পাকানো2 [ pākānō2 ] ক্রি. বি. 1 ক্রোধে ঘুরানো (চোখ পাকিয়ে কথা বলছ কেন?); 2 পাক দেওয়া, মোচড়ানো (সুতো পাকানো); 3গোলাকার করা (দলা পাকানো); 4 জটিল করা (জট পাকানো); 5 জোট গড়ার চেষ্টা করা (দল পাকানো)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[পাকা2 দ্র]।
Leave a Reply