পাক1 [ pāka1 ] বিণ. পবিত্র (নাপাক)।
[ফা. পাক]।
পাক2 [ pāka2 ] বি. অসুরবিশেষ।
[সং. √ পা + ক]।
পাকশাসন বি. পাক নামে দৈত্যের নিধনকারী অর্থাত্ ইন্দ্র।
পাকশাসনি বি. ইন্দ্রপুত্র জয়ন্ত ও অর্জুন।
পাক3 [ pāka3 ] বি. 1 ঘূর্ণন (পৃথিবী পাক খাচ্ছে); 2 ভ্রমণ (এক পাক ঘুরে আসি, মাঠে একটু পাক দিয়ে আসি); 3 প্রদক্ষিণ (সাত পাক); 4প্যাঁচ (জিলিপির পাক, শত পাকে জড়িত); 5 মোচড় (সুতোয় পাক দেওয়া); 6 দৈবঘটনা (দুর্বিপাক); 7 চক্রান্ত, ফাঁদ (পাকে ফেলা)।
[দেশি]।
পাক খাওয়া ক্রি. বি. ঘোরা; প্রদক্ষিণ করা; বেড়ানো; প্যাঁচ খাওয়া; মোচড় খাওয়া; মোচড়ানো।
পাকচক্রে, পাকচক্রে ক্রি-বিণ. ঘটনাচক্রে, দৈবক্রমে; কলে-কৌশলে।
পাকদণ্ডী বি. যে-পথ ঘুরে ঘুরে পাহাড়ে উঠে গেছে।
পাক দেওয়া ক্রি. বি. মোচড়ানো; পাকানো; ঘোরা; বেড়ানো (চলো একটা পাক দিয়ে আসি)।
পাক মারা ক্রি. বি. ঘোরা; বেড়ানো।
পাকে প্রকারে ক্রি-বিণ. কলে-কৌশলে; যে-কোনো উপায়ে।
পাকে ফেলা ক্রি. বি. ফাঁদে ফেলা।
পাক4 [ pāka4 ] বি. 1 রান্না (পাকপ্রণালী); 2 আগুনের তাপে প্রস্তুত করা (কড়াপাকের সন্দেশ); 3 হজম, পরিপাক (পাকস্হলী, পাকাশয়); 4পরিণতি (কর্মবিপাক); 5 পক্বতা, শুভ্রতা (‘কেশে আমার পাক ধরেছে’: রবীন্দ্র)।
[সং. √ পচ্ + অ]।
পাক করা ক্রি. বি. রাঁধা; রান্না করা।
পাক ধরা ক্রি. বি. পেকে ওঠা; সাদা হতে শুরু করা।
পাকঘর বি. রান্নাঘর।
পাকযজ্ঞ বি. হোম, যজ্ঞ, নিত্যশ্রাদ্ধ ইত্যাদি পুণ্যকর্ম।
পাকযন্ত্র বি. পাকস্থলী।
পাকশালা বি. রান্নাঘর।
পাকস্হলী বি. পাকাশয়, পেটের মধ্যে যে অংশে পৌঁছে খাদ্যদ্রব্য হজম হয়, stomach.
পাকস্হালী বি. পাকপাত্র, রান্নার পাত্র।
পাকস্পর্শ বি. বউভাত, হিন্দুবিবাহে অনুষ্ঠানের অঙ্গবিশেষ-এতে নববধূর রান্নাকরা ভোজ্যবস্তু আত্মীয়বর্গকে খেতে দেওয়া হয়।
Leave a Reply