পাঁজা1 [ pān̐jā1 ] বি. আঁটি, গুচ্ছ, রাশি (‘রোদে রাঙা ইটের পাঁজা’: সু. রা)।
[সং. পুঞ্জ]।
পাঁজা2 [ pān̐jā2 ] বি. দুই হাত প্রসারিত করে জড়িয়ে ধরা বা তুলে ধরা (পাঁজা করে তোলা)।
[ফা. পঞ্জহ্]।
পাঁজাকোলা বিণ. প্রসারিত দুই হাতে আঁকড়ে ধরে কোলের কাছে তোলা হয়েছে এমন।
Leave a Reply