পাংশু [ pāṃśu ] বি. 1 ছাই, পাঁশ; 2 কলঙ্ক, দোষ।
☐ বিণ. 1 ধূসর; 2 ম্লান (পাংশু মুখ)।
[সং. √ পংশ্ + উ]।
পাংশুবর্ণ বি. ধুলোর রং।
☐ বিণ. ধুলোর মতো বর্ণবিশিষ্ট, ধূসর; ফ্যাকাসে।
পাংশুমুখ বিণ. পাংশুবর্ণ মুখবিশিষ্ট; শুকনো মুখযুক্ত; বিবর্ণমুখ।
পাংশুল বিণ. 1 ধূলিপূর্ণ; 2 কলঙ্কযুক্ত, কলঙ্কজনক (কুলপাংশুল)।
☐ বি. শিব।
পাংশুলা বিণ. (স্ত্রী.) 1 ধূলিপূর্ণা; 2 পাপিষ্ঠা, দুশ্চরিত্রা।
☐ বি. 1 রজস্বলা নারী; 2 কুলটা; 3 পৃথিবী।
Leave a Reply