পাওয়া [ pāōẏā ] ক্রি. 1 হস্তগত হওয়া, লাভ করা (চিঠি পাওয়া, চাকরি পাওয়া, মাইনে পাওয়া); 2 মেলা বা জোটা (সাড়া পাওয়া, জবাব পাওয়া); 3 সমর্থ হওয়া (শুনতে পায় না, চোখে দেখতে পায় না); 4 উদ্রিক্ত হওয়া (খিদে পায়, কান্না পেল); 5 ভোগ বোধ বা অনুভব করা (ব্যথা পাওয়া, দুঃখ পাওয়া, আরাম পাওয়া); 6 ঠাওরানো, গণ্য করা (আমাকে কি পাগল পেয়েছে?); 7 আক্রান্ত হওয়া (ভূতে পেয়েছে); 8 উপায় উদ্ভাবন করা (আমি ভেবে পাচ্ছি না)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. প্রাপ্ত, লব্ধ (লটারিতে পাওয়া টাকা)।
[< সং. প্র + √ আপ্]।
পাওয়ানো ক্রি. বি. 1 পাইয়ে দেওয়া, লাভ করানো; 2 সমর্থ করানো; 3 উদ্রিক্ত করানো; 4 বোধ করানো; 5 ভোগ করানো।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply