কে ভাসায় ফুল প্রেমের ঘাটে ।
অপার মহিমা তার ফুলের বটে।।
যাতে জগতের গঠন
সে ফুলের হল না যতন
বারে বারে তাই তে ভ্রমণ
ভবের হাটে।।
মাস অন্তে ফোটে সে ফুল
কোথায় গাছ তার কোথায় রে মূল
জানিলে তাহার উল
ঘোর যায় ছুটে।।
গুরু-কৃপা যার হইল
ফুলের মূল সেই চিনিল
লালন মহা ভেড়ো প’ল
ভক্তির ঘটে।।
————————–
লালন-গীতিকা, পৃ. ৬৮
Leave a Reply