পশ্চিম [ paścima ] বি. 1 পূর্বদিকের বিপরীত দিক, যে দিকে সূর্য অস্ত যায়, প্রতীচী; 2 ইয়োরোপ, আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশ বা মহাদেশ (‘পশ্চিম আজি খুলিয়াছে দ্বার’: রবীন্দ্র)।
☐ বিণ. 1 (সং.) চরম, শেষ; 2 অনন্তর; 3 পশ্চিমে অবস্হিত (পশ্চিম দেশ)।
[সং. পশ্চাত্ + ইম]।
Leave a Reply