পশ্চাত্ [ paścāt ] অব্য. ক্রি-বিণ. (সচ. সাধুভাষায়) 1 পরে (সেকথা পশ্চাত্ বলিব); 2 পিছনে (পশ্চাত্ পশ্চাত্ চলিল); 3 পশ্চিমে (তু. পাশ্চাত্য)।
☐ বি 1 পিছন (গৃহের পশ্চাতে, পশ্চাতের দিক); 2 পরবর্তীকাল, ভবিষ্যত্ (পশ্চাতে দুঃখ পাবে)। [সং. পশ্চ (অপর) + আত্ (নি.)]।
পশ্চাতচিন্তা বি. ভবিষ্যতের চিন্তা।
পশ্চাত্তাপ বিণ. অনুতাপ।
পশ্চাতপদ বিণ. হটে এসেছে এমন; অসম্মত বা নিবৃত্ত (তিনি কোনো কাজেই পশ্চাত্পদ হন না)।
পশ্চাদগতি বি. পিছনে যাওয়া, পিছু হটা।
পশ্চাদগামী (-মিন্) বিণ. পিছনে যাচ্ছে এমন।
পশ্চাদ্পসরণ বি. পিছনে যাওয়া; পিছু হটা।
পশ্চাদবর্তী বিণ. পিছনে অবস্হিত; পিছনে আসছে এমন।
পশ্চাদভূমি বি. 1 পিছনের জায়গা; 2 চিত্রাদির বিষয়বস্তুকে বৈশিষ্ট্য বা গুরুত্ব দান করে এমন দূরের দৃশ্যাবলি, পটভূমি, background; 3 নদী বা সমুদ্রের বন্দরের পশ্চাদ্বর্তী আমদানি-রপ্তানি কার্যের উপযুক্ত স্হানসমূহ, hinterland (বি.প.)।
পশ্চাদ্ধাবন বি. পিছনে পিছনে দৌড়ানো, সবেগে অনুসরণ।
পশ্চাদ্ভাগ বি. 1 পিছনের অংশ; 2 নিতম্ব, পাছা।
Leave a Reply