কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে।
রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে।।
না জেনে সে যোগ নিরূপণ
রসিক নাম ধরা সে কেমন
অসময়ে চাষ করলে তখন
কৃষি হয় কিসে।।
সামান্য বিচার কর
বিশ্বাস লইয়া ধর
অমূল্য ধন পাইতে পার
তাহে অনায়াসে।।
শুনতে পাই আন্দাজী কথা
বর্তমানে জান হেথা
লালন কয়, সে জন্ম-লতা
দেখ রে কিসে।।
——————–
লালন-গীতিকা, পৃষ্ঠা ৯৯
Leave a Reply