পল্লব [ pallaba ] বি. 1 পাতা (চক্ষুপল্লব); 2 কিশলয়, গাছের নতুন পাতা (‘শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে’: রবীন্দ্র); 3 নতুন পাতাযুক্ত কচি ডালের আগা।
[সং. পল + লু + অপ্]।
পল্লবগ্রাহী (-হিন্) বিণ. নানা বিষয়ে একটু-একটু বা ভাসা-ভাসা জ্ঞানসম্পন্ন (পল্লবগ্রাহী পাণ্ডিত্য)।
বি. পল্লবগ্রাহিতা।
পল্লবাধার বি. গাছের শাখা বা ডাল।
পল্লবিত বিণ. 1 পল্লবযুক্ত; 2 বিস্তারিত (বহুপল্লবিত বৈদিক ক্রিয়াকাণ্ড); 3 অতিরঞ্জিত (সামান্য ঘটনাকে পল্লবিত করে বর্ণনা করা)।
পল্লবী (-বিন্) বি. গাছ।
Leave a Reply