পলায়ন [ palāẏana ] বি. (ভয়ে বা অন্য কোনো কারণে) দৃষ্টির বাইরে যাওয়া, পালানো, চম্পট।
[সং. পরা2 + √ অয়্ + অন]।
পলায়নি বিণ. পালাতে চায় বা এড়িয়ে যেতে চায় এমন (পলায়নি দৃষ্টিভঙ্গি)।
পলায়নি মনোবৃত্তি বি. এড়িয়ে যাওয়া, escapism.
পলায়মান বিণ. পলায়ন করছে এমন।
পলায়িত বিণ. পালিয়েছে এমন।
স্ত্রী. পলায়িতা।
Leave a Reply