পলা1 [ palā1 ] বি. 1 রত্নবিশেষ, প্রবাল; 2 সাধারণত বিবাহিত হিন্দু নারীর পরিহিত লাল চুড়িবিশেষ।
[সং. প্রবাল]।
পলা2 [ palā2 ] বি. তেল তোলার জন্য লোহার তৈরি লম্বা হাতলওয়ালা বাটিবিশেষ।
[সং. পল + বাং. আ]।
পলা3 [ palā3 ] ক্রি. পলায়ন করা, পালিয়ে যাওয়া।
[প্রাকৃ. পা. √ পলায়]।
Leave a Reply