পল1 [ pala1 ] বি. 1/6 দণ্ড বা 24 সেকেণ়্ড; 2 মুহূর্ত, ক্ষণকাল (পলে পলে); 3 চার তোলা পরিমাণ।
[সং. √ পল্ (গমন করা) + অ]।
পল2 [ pala2 ] বি. খড়, বিচালি।
[সং. পলাল > পোয়াল > বাং. পল]।
পল3 [ pala3 ] বি. মাংস (পলান্ন)।
[সং. √ পল্ + অ]।
পল4 [ pala4 ] বি. পাথর মণি ইত্যাদি দ্রব্যের শিরাযুক্ত পার্শ্বদেশ, facet (পলকাটা হীরে, পল-তোলা, চৌপল বোতল)।
[ফা. পহ্লু]।
Leave a Reply