কি হবে আমার গতি
কতই জেনে কতই শুনে
ঠিক পড়ে না কোন প্রীতি।।
মুচির কোটায় গঙ্গা র’ল
কলার ডেগো সৰ্প হল
সকলই ভক্তির বল
আমার নাই কোন বল-শক্তি।।
যাত্রা ভঙ্গ যার সনে
সেহি বানর হনুমানে
নিষ্ঠা গুণ রাম-চরণে
সাধুর খাতায় তার সুখ্যাতি।।
মেঘ-পানে চাতকের ধ্যান
অন্য জল সে করে না পান
লালন কয়, জগতে প্রমাণ
ভক্তির শ্রেষ্ঠ সেহি ভক্তি।।
——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৯৪-৯৫; বাউল কবি লালন শাহ, পৃ. ২৫৭-৫৮
‘লালন-গীতিকা’য় অন্তরার ১ম চরণে “মুচির কেটোয় গঙ্গা র’লো” কথান্তর আছে। এছাড়াও সঞ্চারীর ৪র্থ চরণে ‘সুখ্যাতি’ স্থলে ‘শুক-খ্যাতি’ এবং আভোগের ৪র্থ চরণে ‘শ্ৰেষ্ঠ’ স্থলে ‘জ্যেষ্ঠ’ কথান্তর আছে। এরূপ পাঠ সংগত নয়।
Leave a Reply