পর্যায় [ paryāẏa ] বি. 1 ক্রম, পালা, আনুপূর্ব্য (পর্যায়ক্রমে ঘটা); 2 অবস্হা, ক্রম (ব্যাপারটা কোন পর্যায়ে আছে?); 3 বংশের প্রবর্তক থেকে পুরুষ-পরম্পরাগত সংখ্যা, generation; 4 সমানার্থবোধক শব্দ (একই পর্যায়ভুক্ত শব্দ); 5 (বিজ্ঞা.) নির্দিষ্টপরিমাণ কাল; 6 গ্রহাদির আবর্তনকাল, period (বি.প.)।
[সং. পরি + √ ই + অ]।
পর্যায়ক্রমে ক্রি-বিণ. পর্যায় অনুসারে; ক্রম অনুসারে; পরপর।
পর্যায়শব্দ বি. একই শ্রেণিভুক্ত শব্দ।
Leave a Reply