পার্শ্ব [ pārśba ] বি. 1 পাশ, একদিক (গৃহের পশ্চিম পার্শ্ব); 2 ধার, কিনারা, প্রান্ত (থালার পার্শ্ব); 3 সন্নিহিত স্হান, সন্নিধান, সমীপ (পার্শ্বস্হিত লোকটি)।
[সং. √ স্পৃশ্ + ব. অথবা √ স্পৃশ্ + শ্ব]।
পার্শ্বচর বি. বিণ. অনুচর; মোসাহেব; সঙ্গী, সহচর।
স্ত্রী. পার্শ্বচরী।
পার্শ্বচরিত্র বি. নাটকাদিতে মূল চরিত্রের পাশাপাশি অভিনয়কারী অপ্রধান চরিত্র।
পার্শ্বদেশ বি. পাশ, ধার, প্রান্ত।
পার্শ্বপরিবর্তন বি. পাশ ফেরা।
পার্শ্ববর্তী (-র্তিন্), পার্শ্বস্হ বিণ. পাশে অবস্হিত।
স্ত্রী. পার্শ্ববর্তিনী।
Leave a Reply