পর্বত [ parbata ] বি. ভূপৃষ্ঠ থেকে বহু উঁচু ও বহুদূর বিস্তৃত শিখরবিশিষ্ট ভূভাগ, পাহাড়, গিরি, শৈল।
[সং. √ পর্ব্ + অত]।
পর্বতগহ্বর বি. পর্বতের মধ্যস্হ গুহা বা কন্দর।
পর্বতজাত বিণ. পর্বতে উত্পন্ন।
পর্বতপতি বি. হিমালয়।
পর্বতপ্রমাণ বিণ. পর্বতের মতো উঁচু বা বিশাল (পর্বতপ্রমাণ অভিযোগ)।
পর্বতসংকুল বিণ. (প্রচুর) পর্বত আছে এমন (পর্বতসংকুল দেশ)।
পর্বতারোহী (-হিন্) বি. বিণ. পর্বতে আরোহণ করে এমন, পাহাড়ে ওঠে এমন।
(অপ্র.) পর্বতীয়, (অপ্র.) পার্বত, (অপ্র.) পার্বতীয়, পার্বত্য বিণ. 1 পর্বতসম্বন্ধীয়; 2 পর্বতে জাত বা উত্পন্ন (পার্বত্য উদ্ভিদ); 3 পর্বতে বাসকারী (পার্বত্য উপজাতি)।
Leave a Reply