পর্ণ [ parṇa ] বি. 1 গাছের পাতা (পর্ণকুটির, পর্ণশয্যা); 2 তাম্বূল, পান; 3 পাখির পালক (সুপর্ণ)।
[সং. √ পৃ + ন]।
পর্ণকার বি. পানব্যবসায়ী বা পানচাষি, বারুইজাতি।
পর্ণকুটির, পর্ণশালা বি. গাছের পাতা দিয়ে ছাওয়া ঘর, কুঁড়েঘর।
পর্ণপুট বি. পাতা দিয়ে তৈরি ঠোঙা।
পর্ণমৃগ বি. 1 বাঁদর;2 কাঠবিড়াল।
পর্ণমোচন বি. 1 গাছের পাতা ঝরা; 2 পাতা ঝরার দিন বা সময়।
পর্ণমোচী ( চিন্) বিণ. পত্রত্যাগী, শীতকালে পাতা ঝরে যায় এমন, deciduous (বি.প.)।
পর্ণসি বি. 1 শাক; 2 জলের মধ্যে ঘর, জলটুঙি।
পর্ণাদ বিণ. ব্রত পালনের জন্য শাকপাতামাত্র খায় এমন।
পর্ণাস বি. তুলসী।
পর্ণাহার বি. শাকপাতা খাওয়া।
পর্ণিক বি. শাকপাতা উত্পাদনকারী ও বিক্রেতা।
পর্ণী (-র্নিন্) বিণ. পত্রযুক্ত (সপ্তপর্ণী)।
☐ বি. বৃক্ষ, গাছ।
Leave a Reply