পরে1 [ parē1 ] ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)।
[সং. পর3 + বাং. এ]।
পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)।
পরে2 [ parē2
Leave a Reply