পরীক্ষা [ parīkṣā ] বি. 1 দোষগুণ ভালোমন্দ যোগ্যতা ইত্যাদির বিচার (রক্তপরীক্ষা, ভাগ্যপরীক্ষা, স্বাস্হ্যপরীক্ষা); 2 বিদ্যাচর্চায় পারদর্শিতা নির্ণয় (বার্ষিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা); 3 যাচাই (গ্রহরত্নাদি পরীক্ষা করা); 4 সত্যাসত্য নিরূপণ (সাক্ষীকে পরীক্ষা করা); 5 স্বরূপ নির্ণয় (অবস্হাটা পরীক্ষা করে দেখা দরকার); 6 গবেষণা বা তত্ত্বানুসন্ধান (বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে)।
[সং. পরি + √ ঈক্ষ্ + অ + আ]।
পরীক্ষক বিণ. বি. পরীক্ষাকারী; পরীক্ষাগ্রহণকারী।
পরীক্ষণ বি. পরীক্ষা করা।
পরীক্ষণীয় বিণ. পরীক্ষা করে দেখা যায় বা উচিত এমন; বিচার্য (পরীক্ষণীয় বিষয়)।
পরীক্ষাগার বি. 1 যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়; 2 বিদ্যার্থীদের পরীক্ষা দেওয়ার স্হান; 3 বৈজ্ঞানিক গবেষণাগার,laboratory.
পরীক্ষাধীন বিণ. পরীক্ষিত হচ্ছে এমন; বিচার্য; পরীক্ষাসাপেক্ষ (বিষয়টি এখনও পরীক্ষাধীন রয়েছে)।
পরীক্ষার্থী (-র্থিন্) বিণ. বি. পরীক্ষা দিতে প্রস্তুত বা পরীক্ষা দেবে এমন।
স্ত্রী. পরীক্ষার্থিনী।
পরীক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন (পরীক্ষিত সত্য)।
পরীক্ষোত্তীর্ণ বিণ. পরীক্ষায় সন্তোষজনক বা আশানুরূপ বলে বিবেচিত হয়েছে এমন, পরীক্ষায় সফল হয়েছে এমন।
Leave a Reply