পরিস্রব, পরিস্রবণ [ pari-sraba, pari-srabaṇa ] বি. 1 প্রবাহ; 2 ক্ষরণ; 3 ছাঁকন, ছেঁকে শোধন, filtration.
[সং. পরি + √ স্রু + অ, অন]।
পরিস্রাবণ বি. ক্ষরণ; ছাঁকন, filtration. (বি.প.)।
[সং. পরি + √ স্রু + ণিচ্ + অন]।
পরিস্রুতি বি. ক্ষরণ; ছাঁকন, ছেঁকে শোধন।
পরিস্রুত বিণ. 1 ক্ষরিত, চুইয়ে পড়েছে এমন, filtered; 2 ছেঁকে শোধন করা হয়েছে এমন, filtered (পরিস্রুত জল)।
Leave a Reply