পরিসংখ্যা1 [ parisaṅkhyā1 ] বি. 1 বিশেষভাবে নিরূপিত বা নির্ণীত সংখ্যা; 2 বিশেষভাবে গণনা।
[সং. পরি + সংখ্যা]।
পরিসংখ্যান বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics.
[রাশিবিজ্ঞান দ্র]।
পরিসংখ্যা2 [ parisaṅkhyā2 ] বি. 1 স্মৃতি ও মীমাংসাশাস্ত্রের বিধিবিশেষ; 2 কাব্যলংকারবিশেষ। [সং. পরি + সংখ্যা (=বিচার)]।
Leave a Reply