পরিবেষ্টন [ pari-bēṣṭana ] বি. 1 আবেষ্টন, ঘের; 2 ঘেরাও করা; 3 অবরোধ; 4 প্রদক্ষিণ; 5 (বিরল) পরিবেশ।
[সং. পরি + বেষ্টন]।
পরিবেষ্টনী বি. ঘের, আবেষ্টন; প্রতিবেশ।
পরিবেষ্টিত বিণ. 1 ঘেরা (প্রাচীর পরিবেষ্টিত); 2 ঘেরাও-করা (আত্মীয়পরিজন পরিবেষ্টিত, শত্রু পরিবেষ্টিত)।
Leave a Reply