পরিবাহিত [ paribāhita ] বিণ. সঞ্চালিত; বাহিত, এক স্হান থেকে অন্য স্হানে আনীত।
[সং. পরি + বাহিত]।
পরিবাহিতা বি. সঞ্চালন করার ক্ষমতা বা শক্তি, conductivity (তাপ পরিবাহিতা, বিদ্যুত্ পরিবাহিতা)।
পরিবাহী (-হিন্) বিণ. 1 পরিবহণকারী; 2 (বিজ্ঞা.) পরিবহণশক্তি সম্পন্ন, ভিতর দিয়ে তাপ বিদ্যুত্ ইত্যাদি সঞ্চালনের পক্ষে উপযুক্ত (সুপরিবাহী), conducting বা con ductor.
Leave a Reply