পরিবর্তন [ pari-bartana ] বি. 1 বিনিময়; 2 বদল (স্হান পরিবর্তন); 3 রূপান্তর (অবস্হার কোনো পরিবর্তন হয়নি); 4 সংশোধন (মত পরিবর্তন)।
[সং. পরি + √ বৃত্ + অন]।
পরিবর্তনবিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন।
পরিবর্তনীয় বিণ. পরিবর্তিত করা যায় বা উচিত এমন।
পরিবর্তমান বিণ. পরিবর্তিত হচ্ছে এমন (পরিবর্তমান জগত্)।
পরিবর্তনশীল বিণ. স্বাভাবিক কারণেই যা বদলায় (পরিবর্তনশীল রাজনীতি)।
পরিবর্তিত বিণ. বদলানো হয়েছে বা বদলেছে এমন।
পরিবর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)।
Leave a Reply