পরিপ্রেক্ষিত [ pari-prēkṣita ] বি.
1 দৃশ্যমান বস্তুর বা বস্তুসমূহের দূরত্ব, আপেক্ষিক আকৃতি, ঘনত্ব, সংস্হান ইত্যাদি যেমন দেখা যায় কিংবা চিত্রে তার প্রতিফলন, perspective;
2 পটভূমি, পারিপার্শ্বিক অবস্হা, অনুষঙ্গ (বিষয়টি বিচার করতে হবে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে)।
[সং. পরি + প্র + √ ঈক্ষ্ + ত]।
Leave a Reply