কারে বলে অটল-প্রাপ্তি ভাবি তাই ।
অঙ্গ লয় হইলে নির্বাণ, মুক্তি বলে তাও দোষাই।।
দেখারে কয় অটল-প্রাপ্তি
কিবা হবে সাথের সাথী
ভজন কি সারা সেই অবধি
কন্তুরের কি শান্তি নাই।।
শিলা শালগ্রাম হওয়া
অচল বলে দোষাই তাহা
স্বর্গে যেতে সুখ পাওয়া
সেও তো নহে চিরস্থায়ী।।
কেহ যেয়ে স্বৰ্গবাসে
পাপ হলে ফের ভবে এসে
লালন বলে, ঊর্বশী নামে সে
নর্তকী তার প্রমাণ পাই।
——————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৫-৫৬
‘লালন-গীতিকা’য় ভনিতার ‘নর্তকী’ স্থলে ‘নিৰ্গুণ’ কথান্তর আছে। অন্তরার ৪র্থ চরণে ‘কন্তুর’ শব্দের অর্থ জানা যায় না। সম্ভবত সঠিক পাঠোদ্ধার হয়নি। পৃষ্ঠা ৩০৩
Leave a Reply