পরিচালন, পরিচালনা [ pari-cālana, pari-cālanā ] বি. 1 কার্যনির্বাহ; 2 শাসনকার্য, শাসন, administration (স.প.); 3 নিয়ন্ত্রণ; 4 অধ্যক্ষতা; 5 চলচ্চিত্র, নাটকাভিনয় ইত্যাদির নির্দেশনা; 6 সঞ্চালন।
[সং. পরি + √ চল্ + ণিচ্ + অন, আ]।
পরিচালিত বিণ. পরিচালনা করা হয়েছে বা হচ্ছে এমন।
Leave a Reply