ও মন, বল রে সদা লায়েলাহা ইল্লাল্লা।
আইন ভেদিল রসুলুল্লা।।
লায়লাহা নফি সে হয়
ইল্লাহ সে দীন দয়াময়
নফি এসবাত যাহারে কয়
সেই এবাদতুল্লা।।
লা-শরীক জানিয়ে তাকে
কর জেকের দল মুখে
মুক্তি পাবি থাকবি সুখে
দেখবি রে নর বজলুল্লা।।
নামের সহিত রূপ
ধেয়ানে রাখিয়ে জপ
যদি ডাকে চিনবি কি রূপ
কে আল্লা।।
বলেছেন সাঁই আল্লা নবী
এ জেকেরের দরজা ভারী
সিরাজ সাঁই তাই কয় ফুকারি
শোন রে লালন বেলেল্লা।।
—————————–
লালন-গীতিকা, পৃষ্ঠা ১৯৬-৯৭
Leave a Reply