ও মন তিন পোড়ায় তো খাঁটি হল না।
না জানি আর কর্মে তোমার কি আছে,
তাও বুঝলাম না।।
লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
স্বভাব যায় না তা মরিলে
তেমনি মন তুই একজনা।।
অনুমানে জানা গেল
চুরাশি লক্কর ফের পড়িল
আর কখন কি করবি বল
হয় না সে বিবেচনা।।
দেব-দেবতার বাসনা যে
মানুষ-জন্মের লাগিয়ে
লালন কয়, সে মানুষ হয়ে
মানুষের করণ জানলে না।।
———————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২৫১-৫২; লালন-গীতিকা, পৃষ্ঠা ২৯৭-৯৮ (এই গ্রন্থে সঞ্চারীর ২য় চরণে ‘লক্কর’ স্থলে ‘লোকের’ কথান্তর আছে।
Leave a Reply