পরিগ্রহ [ pari-graha ] বি. 1 বিশেষভাবে গ্রহণ বা স্বীকার (দারপরিগ্রহ); 2 ধারণ (মানবরূপ পরিগ্রহ); 3 পরিধান (নববেশ পরিগ্রহ); 4 (বিরল) পত্নী (অপরিগ্রহ)।
[সং. পরি + √ গ্রহ্ + অ]।
পরিগৃহীত বিণ. 1 গ্রহণ বা স্বীকার করা হয়েছে এমন; 2 ধারণ বা পরিধান করা হয়েছে এমন।
পরিগ্রাহক বি. পরিগ্রহকারী। স্ত্রী. পরি-গ্রাহিকা।
Leave a Reply