ও দিব্যজ্ঞানে ডাক রে মনুরায়।
ও ধরার ঘাটে ফাঁদ পাতিলে চুপে চুপে
মানুষ ধরা যায়।।
পূর্ব দিকে রত্নাবেদী
ডালিমের পুষ্প যদি
তাইতে হল রূপের কি রীতি
বিজলী চমকে রয়।।
তথায় খিও রত বসে
মানষ অখণ্ড সাগরে ভাসে
রত্নাকরের উর্ধ পাশে
যেমন কেশরে কেশরী রয়।।
শ্রীগুরু শুচি এ যারা
সব কথার জবও তারা
ফকির লালন বলে, অধর ধরা
ও যেমন ফাঁদ পেতে ত্রিবেণী রয়।।
———————-
হারামণি ৫ম খণ্ড, পৃষ্ঠা ৯-১০।
Leave a Reply