পরি1 [ pari1 ] সম্যক ব্যাপ্তি বিশিষ্টতা বিরোধ নিন্দা প্রভৃতি সূচক উপসর্গবিশেষ (পরিমাণ, পরিবাদ, পরিণাম)।
[সং. √ পৃ + ই]।
পরি2, (বর্জি.) পরী [ pari2, (barji.) parī ] বি. (রূপকথায়) 1 ডানাযুক্তা উপদেবীবিশেষ; 2 (আল.) অতি সুন্দরী নারী।
[ফা. পরী]।
ডানাকাটা পরি (আল.) নিখুঁত সুন্দরী নারী।
Leave a Reply