পরাশ্রয় [ parāśraẏa ] বি. অন্যের আশ্রয়; অন্যের গৃহ।
[সং. পর3+ আশ্রয়]।
পরাশ্রয়ী (-য়িন্) বিণ. অপরকে আশ্রয় বা অবলম্বন করে এমন (পরাশ্রয়ী ছাত্র, পরাশ্রয়ী লতা)।
☐ বি. পরগাছা; পরভুক প্রাণী বা জীবাণু, parasite.
পরাশ্রিত বিণ. অপরের আশ্রিত, পরপালিত।
স্ত্রী.পরাশ্রিতা।
Leave a Reply