পরার্থ [ parārtha ] বি. পরের উপকার; পরের প্রয়োজন।
[সং. পর3 + অর্থ (প্রয়োজন)]।
পরার্থপর বিণ. পরোপকারপরায়ণ।
বি. পরার্থপরতা।
পরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)।
পরার্থবাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)।
Leave a Reply