পরান্ন [ parānna ] বি. পরের অন্ন অর্থাত্ যে অন্নের অধিকারী বা রন্ধনকারী অন্য কেউ।
[সং. পর3 + অন্ন]।
পরান্নজীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন।
পরান্নপুষ্ট বিণ. পরের অন্নে প্রতিপালিত ও পুষ্ট।
পরান্নভোজী (-জিন্) বিণ. পরান্নভোজনকারী; পরোপজীবী।
Leave a Reply