পরস্পর [ paraspara ] বিণ. 1 উভয়ের মধ্যে বা অনেকের মধ্যে (পরস্পরের আলাপ); 2 একের প্রতি অন্য, একের সঙ্গে অন্য; 3 অনোন্য।
☐ সর্ব. 1 উভয়ের বা অনেকের মধ্যে; 2 একের সঙ্গে অন্য বা একের প্রতি অন্য (পরস্পরের প্রতি স্নেহ, ‘ওরে বিহান হলো জাগোরে ভাই’ ডাকে পরস্পরে: রবীন্দ্র)।
[সং. পর3 + পর3]।
Leave a Reply