আয় হারালি আমাবতী না মেনে।
ও তোর হয় না সবুর একদিনে।।
হল আমাবতীর বার
মাটি রসে সরোবর
সাধু গুরু বোষ্টম তিনে উদয় সে রসের সনে।।
তুই খতনা চাষা ভাই
ও তোর জ্ঞান কিছুই নাই
এবার অমাবস্যা প্রতিপদে হাল বয়ে কাল হও কেনে।।
যে জন রসিক চাষা হয়
ও সে যোগ বুঝে হাল বয়
এবার লালন ফকির পায় সে ফিকির, হাপুর হুপুর ভুঁই বোনে।।
——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২১৯-২০; লালন গীতিকা, পৃষ্ঠা ১৬৫-৬৬
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অনেক শব্দে ও পঙক্তিতে পার্থক্য আছে। গাছটি সম্পূর্ণ উদ্ধৃত হল :
আয় হারালি অম্বুবাচী না মেনে।
তোর হয় না সবুর একদিনে।।
অম্বুবাচী ভর
মাটি রসে সরোবর
সাধু গুরু বৈষ্ণব তিনে উদয় সে রসের সনে।।
তুই তো মদন-চাষা ভাই
তোমার বুদ্ধি জ্ঞান তো নাই
বার মাস চাষ করিয়ে জো-র সময় চাল কেনে।।
যে জন রসিক চাষা হয়
জমির জো বুঝে হাল বয়
লালন ফকির পায় সে ফিকির, হাপুর হুপুর ভুঁই বোনে।। —পৃষ্ঠা ৩১৭
Leave a Reply