পরমাণু [ paramāṇu ] বি. মৌল পদার্থের সূক্ষতম অংশ যা আর ভাগ করা যায় না, atom.
[সং. পরম + অণু]
পরমাণু বোমা বি. পরমাণু শক্তির দ্বারা উত্পন্ন অত্যন্ত শক্তিশালী বোমাবিশেষ।
পরমাণু শক্তি বি. 1 পরমাণুর পিণ্ডীভূত অংশ (nucleus) থেকে প্রাপ্ত শক্তি; 2 পরমাণু বোমার অধিকারী দেশ বা রাষ্ট্র।
বিণ. পারমাণবিক।
Leave a Reply