পরমত [ para-mata ] বি. অপরের মত ধারণা বা ধর্ম।
[সং. পর3 + মত]।
পরমতসহিষ্ণু বিণ. অপরের মতামত সহ্য করতে পারে এমন।
বি. পরমতসহিষ্ণুতা।
পরমতাবলম্বী (-ম্বিন্) বিণ. অন্যের মতের উপর নির্ভরকারী অন্যের মত অনুসরণকারী।
পরমতাসহিষ্ণু বিণ. অন্যের মত সহ্য করতে পারে না এমন।
[পরমত + অসহিষ্ণু]।
Leave a Reply