পরম [ parama ] বিণ. 1 প্রথম, আদ্য, প্রকৃত (পরম কারণ) 2 শ্রেষ্ঠ, প্রধান (পরমপুরুষ, পরম সহায়) 3 সর্বাতীত, দুঃখ মায়া প্রভৃতির অতীত (পরমপুরুষ, পরম ব্রহ্ম) 4 চরম, অত্যন্ত (পরম শত্রু, পরম দুঃখ)।
[সং. পর3 + √মা + অ]।
স্ত্রী. পরমা।
পরমগতি বি. শ্রেষ্ঠ গতি, মুক্তি।
পরমপদ বি. শ্রেষ্ঠ অবস্হা বা স্হান মোক্ষ।
পরমপদার্থ বি. শ্রেষ্ঠ বা মূল সত্তা অর্থাত্ পরব্রহ্ম।
পরমপিতা, পরমপুরুষ, পরমব্রহ্ম বি. ভগবান।
পরমহংস বি. জীবন্মুক্ত শুদ্ধচিত্ত নির্বিকার এবং ব্রহ্মানন্দে ও ব্রহ্মচিন্তায় মগ্ন যোগীপুরুষ মহাযোগী।
Leave a Reply