আছে মায়ের ওতে জগৎ পিতা, ভেবে দেখ না
হেলা কর না, বেলা মেরো না।।
কোরানে তার ইসারা দেয়
আলেম যেমন লামে লুকায়
তেমনি আকারে সাকার ঝাঁপা রয়
সামান্যে কি জানা যায়।।
নিষ্কামী নির্বিকার হয়ে
দাঁড়াও মায়ের স্মরণ লয়ে
বর্তমানে দেখ চেয়ে
স্বরূপে রূপ নিশানা।।
কেমন পিতা কেমন মা সে
চিরকাল সাগরে ভাসে
লালন বলে, কর দিশে
ঘরের মাঝে ঘরখানা।।
——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৪১-৪২
‘লালন-গীতিকা’য় অন্তরার ৩য় চরণ “আলেক যেমন নামে লুকায়” রূপে লেখা হয়েছে। – পৃষ্ঠা ৫৬
Leave a Reply