পারসি [ pārasi ] বি. 1 পারস্যদেশীয় ভাষা, ফারসি; 2 প্রাচীনকালে পারস্যদেশ থেকে আগত জরথুস্ত্রপন্হী ভারতীয় জাতিবিশেষ।
☐ বিণ. 1পারস্যদেশজাত; 2 পারসি জাতি-সম্বন্ধীয় (পারসি রীতিনীতি)।
[সং. পারস্য + বাং. ই]।
পারসিক বিণ. পারস্যদেশীয়।
☐ বিণ. বি. পারস্য দেশবাসী।
Leave a Reply