পর3 [ para3 ] বিণ. 1 অন্য, ভিন্ন (পরনারী, পরপুরুষ); 2 অনাত্মীয় (পরগৃহে বাস, সে আমার পর নয়); 3 শ্রেষ্ঠ; প্রধান, পরম (পরব্রহ্ম, পরাকাষ্ঠা); 4 পরবর্তী (পরলোক)।
☐ বি. 1 শত্রু (পরন্তপ); 2 অন্য ব্যক্তি (পরচর্চা); 3 পরমাত্মা; 4 মুক্তি।
☐ ক্রি-বিণ. পরে অনন্তর (অতঃপর, তারপর কোথায় গেল?)।
[পৃৃ + অ]। স্ত্রী. পরা (পরা1 দ্র)।
পরের ঘর মেয়েদের শ্বশুরবাড়ি (সব মেয়েরই পরের ঘর করতে হয়)।
পরের ধনে পোদ্দারি অন্য লোকের টাকাপয়সা রক্ষা করার দায়িত্ব নিয়ে নিজেই তার মালিকের মতো আচরণ করা।
পরের মাথায় কাঁঠাল ভাঙা, পরের মাথায় হাত বুলানো ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাত্ করা।
-পর4 [ -para4 ] বিণ. নিষ্ঠ, নিরত, আসক্ত (স্বার্থপর, নৃত্যপর)।
[সং. √পৃৃ + অ]।
স্ত্রী. -পরা (নৃত্যপরা, ধ্যানপরা)।
Leave a Reply