পবন [ pabana ] বি. 1 বায়ু 2 বায়ুর অধিদেবতা।
[সং. √পূ + অন]।
পবনগতি বি. পবনের মতো দ্রুত গতি।
☐ বিণ. পবনের মতো দ্রুতিগতিসম্পন্ন।
পবননন্দন বি. 1 হনুমান; 2 ভীম।
পবনবেগে ক্রি-বিণ. বায়ুবেগে অত্যন্ত দ্রুতবেগে।
পবনমুক্তাসন বি. দেহমধ্যস্হ বায়ু বার করার উপয়োগী যোগাসনবিশেষ।
Leave a Reply