আইন মাফিক নিরিখ দিতে ভাবো কি। কাল-শমন এলে হবে কি।। ভাবিতে দিন আখের হল, ষোল আনা বাকি প’ল, কি আলস্য ঘিরে এল, দেখ্লি নে খুলে আঁখি।। নিষ্কামী নির্বিকার১ হলে, জীয়ন্তে২ মরে যোগ সাধিলে তবে খাতায় ওয়াশিল৩ পাবে, নইলে উপায় কই দেখি।। শুদ্ধ মনে সকলি হয়, তাও তো এবার জোটিল না তোমায়, লালন বলে, করবি হায় হায়, ছেড়ে গেলে প্রাণ-পাখি।।
—————–
বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৭৬; লালন-সংগীত, পৃষ্ঠা ২০৭
Leave a Reply