পদ্ম [ padma ] বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন।
[সং. √পদ্ + ম]।
পদ্মআঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র।
পদ্মগোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ।
পদ্মনাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু।
পদ্মনেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন।
পদ্মপলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি।
পদ্মপলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট।
☐ বি. বিষ্ণু।
পদ্মপাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট।
☐ বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ।
পদ্মমুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ।
☐ বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট।
বিণ. (স্ত্রী.) পদ্মমুখী।
পদ্মযোনি, পদ্মভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা।
পদ্মরাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)।
পদ্মলোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট।
স্ত্রী. পদ্মলোচনা।
Leave a Reply