অমর্ত্যের এক ব্যাধ বেটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে।
বলবো কি সেই ফাঁদের কথা
কাক মারিতে কামান পাতা
ব্রহ্মা বিষ্ণু নর নারায়ণ সেই ফাঁদে ধরা পড়েছে।।
পাতিয়ে ফাঁদের ঢুয়া
ব্যাধ বেটা দিচ্ছে খেয়া
লোভের চার খাটিয়ে সে।।
চার খাবার আশে
পড়ে সেই বিষম পাশে
কম লোভী কামী মারা যেতেছে।।
জেন্তে মরে খেলে যারা
ফাঁদ ছিঁড়িয়ে যায় তারা
সিরাজ সাঁই কয়, ও রে লালন, জন্ম-মৃত্যু ফাঁদ তুই এড়াবি কিসে।।
——————–
বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৮০-৮১
Leave a Reply